
আমি বর্তমানে একজন ব্যাংকার। বিজ্ঞান, সাহিত্য, শিল্প ও ব্যবসা এইসব বিষয়ে আমি আগ্রহী। আমার আবেগ পদার্থবিজ্ঞান। নতুন ও অভূতপূর্ব সোজাকথায় উদ্ভাবনী যেকোনকিছু আমাকে আকর্ষণ করে। অর্থাৎ খুব সহজেই বিভিন্ন বিষয়ে আগ্রহী হই আমি। আসলে আমি অভিযানপ্রিয় মানুষ। অজানা রাজ্যে ভ্রমণ করতে সবচেয়ে বেশি মজা পাই। আর এটাই আমার বেঁচে থাকাকে অর্থময় করে।